লাগামহীন ফি আদায় করছে সিলেটের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ৮:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে ইংলিশ মিডিয়াম স্কুলে অতিরিক্ত ফি আদায় বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার সিলেট ইংলিশ মিডিয়াম অভিভাবক এসোসিয়েশনের নেতৃবৃন্দ সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে সিলেট ইংলিশ মিডিয়াম অভিভাবক এসোসিয়েশনের নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হন।
অভিভাবক এসোসিয়েশনের সভাপতি মহবুব চৌধুরীর নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সহ-সভাপতি মঞ্জুর আহমদ, সহ-সাংগঠনিক নোমান আহমদ, অর্থ-সম্পাদক শফিকুল ইসলাম, এ্যাডভোকেট জয়শ্রী দাস জয়া, মাসুম আহমদ প্রমুখ।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়, হাইকোর্টের রায় ও সরকারি নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে রাইজ ইন্টারন্যাশনাল স্কুল, বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, সিলেট গ্রামার স্কুল, খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ-ফি এর নাম বদল করে ছদ্ম নামে, শিক্ষার্থীদের কাছ থেকে ফি নামীয় অতিরিক্ত অর্থ আদায় অব্যাহত রেখেছে। অতি মুনাফার লোভে রাইজ ও বিবিএইএস ফি আরো কিছুটা বাড়িয়েছে।
আনন্দ নিকেতন বাৎসরিক ফি অর্ধেকটা কমিয়ে ইতিবাচক পদক্ষেপ নিলেও এখনো মাসিক ফি কমিয়ে আনেনি। হাজারো শিক্ষার্থী, অভিভাবকের স্বার্থে-শিক্ষাব্যয় কমিয়ে আনতে প্রতিষ্ঠানের প্রধানসহ দায়ীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নিতে হবে।
প্রয়োজনে প্রতিষ্ঠানে জনস্বার্থে প্রশাসক নিয়োগ দিয়ে হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে হবে। ম্যাজিস্ট্রেট দিয়ে মনিটরিং করতে হবে। স্কলার্সহোমের ছাত্র ফাবিয়ানের মত আর কোন দূর্ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পাঠদান নিশ্চিত করতে হবে। অভিভাবক নেতৃবৃন্দ পরিক্ষার ফি ও ল্যাব ফি ছাড়া কোন অতিরিক্ত বেআইনি ফি না দিতে শিক্ষার্থী-অভিভাবকদেরকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান।