সিলেটে আবারও নৌকাডুবি, নিখোঁজ ১
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ৬:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটে একদিনের ব্যবধানে কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে। বালু বোঝাই নৌকা ডুবে এবার নিখোঁজ হয়েছেন মাঝি। সোমবার বেলা ১টার দিকে ধলাই নদীর নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা পর্যন্ত নৌকার মাঝিকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় ধলাই নদীতে খালি বলগেট নৌকার ধাক্কায় বালু বোঝাই অপর একটি বলগেট নৌকা ডুবে যায়। এসময় নৌকার তিনজন কর্মচারী সাঁতরে পাড়ে উঠতে পারলেও মাঝি নিখোঁজ হন।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, নিখোঁজ মাঝিকে উদ্ধারে ডুবুরিরা কাজ করছে। তবে সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে, গত রবিবার ধলাই নদীতে একটি বালু বোঝাই নৌকা ডুবে মারা যান ২ শ্রমিক। এছাড়া ভোলাগঞ্জ সাদাপাথর বেড়াতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যান লিডিং ইউনিভার্সিটির ছাত্র হাসানুর রহমান আবীর। সোমবার সন্ধ্যা পর্যন্ত তার লাশ উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি তাজুল ইসলাম।