সিলেটের জালালাবাদ কলেজের ওরিয়েন্টেশন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ৫:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ মুসা এম.এ কাইয়ূম বলেছেন, আদর্শ সমাজ ও সমৃদ্ধ জাতি গঠনের হাতিয়ার হচ্ছেন শিক্ষার্থীরা। কঠোর অনুশীলন ও অধ্যবসায় তাদেরকে কাংখিত লক্ষ্যে পৌছে দিতে পারে। এ জন্য শিক্ষার্থীদেরকে জ্ঞান অন্বষণে গভীর মনোযোগী হতে হবে। তবেই শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে জীবনের লক্ষ স্থানে পৌঁছতে সক্ষম হবে। তিনি নৈতিক মূল্যবোধ ও সুশিক্ষা অর্জনে শিক্ষার্থীদের লেখপাড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান।
তিনি আজ ৮ জুলাই সোমবার সকালে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ জালালাবাদ কলেজ এর একাদশ শ্রেণির ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও জালালাবাদ কলেজে অধ্যক্ষ প্রফেসর আব্দুল বাকী চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক, কো-অর্ডিনেটর মুহাম্মদ আব্দুশ শাকুর। প্রভাষক কানিজ ফাতেমা চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইমান আলী, ছায়েম আহমদ চৌধুরী, প্রভাষক তাহমিনা পারভীন।
উপস্থিত ছিলেন প্রভাষক সালমা ফাহিমা সুলতানা চৌধুরী, মাহমুদুল হাসান বান্না, তাহসিন সিদ্দিকা, ইশরাক জাহান, সাইফুর রহমান, জান্নাতুল ফেরদৌস তৃষ্ণা, শিক্ষার্থীদের পক্ষে একজন ছাত্র ও ছাত্রী বক্তব্য রাখে। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র কামরুর হাসান।
প্রধান অতিথি আরো বলেন, এ কলেজ থেকে শিক্ষা অর্জন করে শিক্ষার্থীরা দেশের কল্যাণে নিয়োজিত রয়েছে। তোমরাও তাদেরকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। -বিজ্ঞপ্তি