‘সারেগামাপা’য় দ্বিতীয় রানারআপের খবর ভুয়া: নোবেল
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ৪:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
জি বাংলার জনপ্রিয় সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘সারেগামাপা’য় দ্বিতীয় রানারআপ অর্থাৎ তৃতীয় হয়েছেন বাংলাদেশের মঈনুল আহসান নোবেল। এমন সংবাদ জানার পর ক্ষুব্ধ নোবেল ভক্তরা।
তবে খোদ নোবেল জানিয়েছেন, এ খবর ভুয়া। তিবি বলেন,‘এ ব্যাপারে আমি কিছুই জানি না, বলতেও চাই না। এখনো ফাইনাল পর্বের শুটিং হয়নি। টিভিতে প্রচার হবে ২৮ জুলাই। তার আগে শুটিং হবে। তখন তো জানতেই পারবেন সবকিছু।’
ঢাকার ডিজিটাল স্ট্রিমিং প্লাটফর্ম ‘জি-ফাইভ’-এর বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন নোবেল। অনুষ্ঠান শেষে একথা জানান তিনি।
এছাড়া একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সাক্ষাৎকারেও নোবেল বলেছেন, ‘ফাইনালের এখনো শুটিংই হয়নি।’ এই ভিডিওটি নিয়েও বেশ আলোচনা হচ্ছে।
ভক্তদের প্রত্যাশা এই প্রতিযোগিতার এবারের আসরে চ্যাম্পিয়ন হবেন তিনি। কিন্তু নোবেল সেটা নিয়ে আপাতত ভাবছেন না। তিনি ভাবছেন নিজের পরবর্তী পরিকল্পনা নিয়ে। নোবেল বলেন, ‘স্টুডিওতে সময় দিচ্ছি। অ্যালবাম বের করার ইচ্ছে আছে। সে পথেও হাঁটছি। মাঝে মাঝে কনসার্টেও গান করছি।’