৪৮ বছর ধরে চলাচলের অনুপযোগী সড়ক, সংস্কারেও কমেনি ভোগান্তি
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ৪:০৯ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সুনামগঞ্জের তাহিরপুর-বাদাঘাট সড়কটি ৪৮ বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। নামমাত্র সংস্কারে কমেনি ভোগান্তি। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
২০১৮ সালে চার কোটি টাকা বরাদ্দ এসেছে। তবে পর্যাপ্ত সংস্কার না হওয়ায় সড়কটি ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ নামমাত্র কাজ দেখিয়ে মোটা টাকা আত্মসাৎ করেছে ঠিকাদাররা।
তাহিরপুর বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, বৌলাই সেতু থেকে সূর্যেরগাঁও পর্যন্ত ৪০-৪৫ ফুট পাকা সড়কে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। এছাড়া টাকাটুকিয়ার সেতু থেকে পাতারগাঁও পর্যন্ত কোনো কাজই হয়নি। পাতারগাঁও থেকে বাদাঘাট পর্যন্ত তিন কিলোমিটার সড়ক সংস্কারের পর আবার ভেঙে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও মানুষ। এমনকি বর্ষায় নৌকা ব্যবহার করতে হয়।
আরেক ব্যবসায়ী সাজিদুল ইসলাম জানান, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্কুল-কলেজে আসা-যাওয়ার মূল সড়ক এটি। সড়কের এখানে-ওখানে ভাঙা থাকায় যানবাহনে অতিরিক্ত ভাড়া দিতে হয়। বৃষ্টির কারণে বিভিন্ন সময় গর্তে পানি জমে থাকে। ওইসব গর্তে পড়ে অনেকেই আহত হয়।
উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান, সংস্কারের অভাবে এ সড়কে চলাচলকারী চার ইউপির মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এ বিষয়ে এলজিইডিতে আবেদন করা হয়েছে। বড় প্রকল্পের কারণে সড়কটি নতুন করে সংস্কার করা হচ্ছে না।
স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইদুল্লাহ মিয়া বলেন, আমি এখানে যোগদানের পর সড়কের কাজ তদারকি করেছি। সড়কটি আমি আসার আগেই সংস্কার করা। তাহিরপুর-বাদাঘাট সড়কের এ অংশে ফ্লাইওভার নির্মাণ করা হবে। তাই কাজ আপাতত বন্ধ রয়েছে।