শায়েস্তাগঞ্জের সুতাং-বাছিরগঞ্জ বাজার রাস্তার বেহলা দশা, চরম দুর্ভোগ
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ১:৩৩ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং-বাছিরগঞ্জ বাজারের রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থা বিরাজ করছে। রাস্তাটির স্থানে স্থানে খানা-খন্দ তৈরি হওয়ায় ছাত্র-ছাত্রী, হাট-বাজারের ক্রেতা-বিক্রেতা ও যানবাহন নিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, বাছিরগঞ্জ বাজারের মাছের আড়ৎ এবং ডাচ বাংলা ব্যাংকের সামনের এলজিইডির সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকায় বাজারে আগত ব্যাবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের কারণে রাস্তার বিটুমিন নষ্ট হয়ে ইট-পাথরের খোয়া উঠে রাস্তার স্থানে স্থানে খানা-খন্দের সৃষ্টি হয়ে পানি জমে ডোবায় পরিণত হয়েছে। রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা প্রায়শঃ ছোট-বড় দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন।
বাছিরগঞ্জ বাজার ব্যবসায়ীরা জানান, ‘দীর্ঘ দিন যাবৎ এ রাস্তাটি সংস্কার না হওয়ায় এর স্থানে স্থানে ময়লাযুক্ত পানি জমে মারাত্মক দুর্গন্ধ ছড়ায়। এতে নানা রকম রোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সড়কে যাতায়াতকারী একাধিক শিক্ষার্থী জানান, রাস্তা দিয়ে আসা যাওয়া করতে হয় কাদা-পানিতে তাদের পোষাক নষ্ট হয়। তাছাড়া ময়লা পানির দুর্গন্ধে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ। তারা দ্রুততার সাথে সুতাং-বাছিরগঞ্জ সড়ক সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।