শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি অনুমোদন
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ১:১১ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালকে আহবায়ক ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়াকে যুগ্ম আহবায়ক করে নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
শনিবার হবিগঞ্জ শহরের টাউন হল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি‘র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি‘র পরিচালনায় জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
এই আহবায়ক কমিটিকে ২ মাসের মধ্যে সকল ইউনিটের কমিটি গঠন করে সম্মেলন আয়োজনের নির্দেশ প্রদান করা হয়েছে।