সিলেট কারাগারে গরম ডালের হাঁড়ি উল্টে ৫ কয়েদি আহত
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৯, ১:১৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
গরম ডালের হাঁড়ি উল্টে সিলেট কেন্দ্রীয় কারাগারে ৫ কয়েদি আহত হয়েছেন। রোববার (০৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, রাখাল কর্মকার (২৪), মনতার আলী (৪০), আসাউল হক (৩৫), আলী হোসেন (৩২) ও আমজাদ (৪৫)। আহতদের সকলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, রান্না করতে গিয়ে কয়েদিরা বড় হাড়িতে রান্না করা গরম ডাল নামাতে গেলে উল্টে পড়ে যায়। এতে ৫ কয়েদি আহত হন। তাদের পায়ে ফুলকি ওঠে যায়। এরপর তাদের কারা অভ্যন্তরে মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কারাগারের জমাদার আব্দুস শহীদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতরা বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তারা ৫ জনই আশঙ্কামুক্ত।
এ বিষয়ে জানতে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল জলিলের মোবাইলে ফোন দিলে তিনি কল রিসিভ করেননি।