সিলেটগামী জয়ন্তিকা ট্রেনের সাথে গরুর ধাক্কায় ট্রেন বিকল !
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ১০:৪৮ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার:
আখাউড়া-সিলেট রেলপথের কুলাউড়া উপজেলার পলকী ছড়া রেল সেতু ও মনু রেল সেতু মধ্যবর্তী স্থানে রেলপথে একটি গরুর সাথে ধাক্কা লেগে ইঞ্জিনের হুইস পাইপ ফেটে সিলেটগামী যাত্রীবাহী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন চলাচলে বিঘ্ন । রোববার (৭ জুলাই সন্ধ্যা) সোয়া ৬টায় এ ঘটনাটি ঘটে।
ট্রেনের যাত্রী সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক কামরুল আই রাসেল জানান, রোববার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শমশেরনগর স্টেশন ছেড়ে কুলাউড়া যাবার পথে পলকী ছড়া রেল সেতু ও মনু রেল সেতুর (২০৫ ও ২০৬ রেলসেতু) মধ্যবর্তী স্থানে একটি গরুর সাথে ধাক্কা লাগে। এতে ওই ট্রেনের ইঞ্জিনের হুইস পাইপ ছিঁড়ে যায়। ফলে মনু স্টেশন এলাকায় আটকা পড়ে ট্রেনটি। সন্ধ্যা ৬টা ১১মিনিট পর্যন্ত জয়ন্তিকা ট্রেনটি মনু স্টেশনে আটকা ছিল। ট্রেনের ধাক্কায় গরুটি ঘটনাস্থলে মারা গেলেও ট্রেনের ইঞ্জিনের হুইস পাইপ ফেটে ট্রেনটি ১ ঘন্টা আটকা পড়ে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনের ফেটে যাওয়া হুইস পাইপ বদল করে ট্রেনটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ অবস্থায় জয়ন্তিকা ট্রেনটি প্রায় এক ঘন্টা আটকা পড়েছিল।
উল্লেখ্য, গত ২৩ জুন রাতে কুলাউড়ার বরমচালে সেতু থেকে খাদে ছিটকে পড়ে উপবন এক্সপ্রেস ট্রেনের ৬টি বগি। এতে নিহত হন ৪ জন। আহত হন শতাধিক যাত্রী। এ দুর্ঘটনায় প্রায় ২০ ঘন্টা সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো।