খেলাফত মজলিস নেতার পিতার জানাজা সম্পন্ন, শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ৯:২১ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
খেলাফত মজলিস দেওয়ান বাজার ইউনিয়নের সভাপতি ও বালাগঞ্জ উপজেলা শাখার সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা আসাদুজ্জামানের পিতা বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুড় গ্রামের হাফিজ মাওলানা নুরউদ্দিন শনিবার রাত ৪ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজার নামাজ আজ রবিবার ৭ জুলাই বেলা আড়াইটার ঘটিকায় নলজুড় টিএ সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন সাংগঠনিক সম্পাদক মাও,আশিকুর রহমান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শোক প্রকাশঃ এদিকে মরহুমের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা ও গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা মোসাহিদ আলী, সাধারণ সম্পাদক মাও নেহাল আহমদ সহ-সাধারণ মাওলানা দিলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইসা চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর বালাগঞ্জ উপজেলা সভাপতি হুসাইন আহমদ মিসবাহ, সেক্রেটারী সাংবাদিক আবুল কাশেম অফিক।