স্বজনদের না পাওয়ায় দেশে পাঠানো যাচ্ছে না মালয়েশিয়া প্রবাসীর লাশ
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ৭:১২ অপরাহ্ণ
প্রবাস ডেস্ক :
মালয়েশিয়ার মর্গে থাকা এক বাংলাদেশীর বিস্তারিত পরিচয় পাওয়া যাচ্ছে না ফলে লাশ দেশে প্রেরণ করা যাচ্ছে না ৷ দেশটির সুংগাই বুলোহ হাসপাতালে গত এক মাস যাবত মৃতদেহটি পড়ে আছে বলে জানিয়েছে হাইকমিশন ৷
গত পহেলা জুলাই এক বিজ্ঞপ্তিতে পিতা আনারুল ইসলামের ছেলে নিহত কামরুল ইসলাম (২৬) নামের এই বাংলাদেশীর বিস্তারিত পরিচয় জানানোর জন্যে অনুরোধ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন ৷ বলা হয়েছে, ছবিটি বহুল প্রচারের মাধ্যমে মৃতের নাগরিত্ব সম্পর্কে নিশ্চিত হয়ে জানানোর অনুরোধ করা হলো ৷ নাগরিকত্ব নিশ্চিত এবং লাশের দাবীদার না পাওয়া পর্যন্ত কামরুল ইসলামের মরদেহ দেশে প্রেরন সম্ভব নয় ৷
হাইকমিশনের শ্রম শাখার প্রথম সচিব হেদায়েতুল ইসলাম মন্ডল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে-
“এ বিষয়ে সুংগাই বুলোহ জেলখানা থেকে পত্রের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনকে অবগত করে যে, কামরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। কিন্তু মৃত ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে পত্রে উল্লেখ করলেও জেল কর্তৃপক্ষ মৃতের পাসপোর্ট এবং স্বজনদের তথ্য দিতে পারেনি।”
এ ছাড়াও মৃত ব্যক্তির বিষয়ে হাইকমিশন পরিচয় নিশ্চিত করতে অনুন্ধান চালাচ্ছে ৷ পাশাপাশি পরিচিতজন বা স্বজন মৃত কামরুল ইসলামের মরদেহ শনাক্তে হাইকমিশনে যোগাযোগ করতে বলেছে বাংলাদেশ হাইকমিশন ৷