সিলেটে পৃথক নৌকাডুবি, নিহত ৪
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ৬:২৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জ সংবাদদাতা :
সিলেটের কোম্পানীগঞ্জে পৃথক নৌকাডুবিতে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে দুই শিশু। তাদেরকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডুবুরিরা। নৌকাডুবির পর প্রায় ৬ ঘন্টা অতিবাহিত হওয়ায় ওই দুই শিশু বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন উদ্ধার কাজে অংশ নেওয়া ডুবুরিরা।
নিহত দুই শ্রমিক হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভাতেরটেক গ্রামের আবু তাহেরের ছেলে নাঈম আহমদ (১৮) ও একই গ্রামের আবু সোমার ছেলে জমির হোসেন।
উপজেলার রাজনগরে ধলাই নদীতে রবিবার ভোরে বালুবোঝাই একটি নৌকা ডুবে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। একই দিন সকাল সাড়ে ১১টার দিকে টুকেরবাজার খেয়া নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয় দুই শিশু। নিখোঁজের পর থেকে বিকেল ৫টা পর্যন্ত শিশু দুটিকে উদ্ধার করা যায়নি।
এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, নিখোঁজ শিশু দুটিকে উদ্ধারে ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাদের বেঁচে থাকার সম্ভবনা নেই।