সিলেটের ধলাই নদীতে নৌকা ডুবে ঘুমন্ত দুই শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ৫:২৫ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারে ধলাই নদীতে বালুবাহী নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ভাদেরটেক গ্রামের মৃত আবু তাহেরের ছেলে নঈম উদ্দিন (৩২) এবং একই গ্রামের আবু মুসার ছেলে জমির হোসেন (৩০)। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, শনিবার রাত থেকে বালুবোঝাই নৌকা টুকেরবাজার এলাকায় নোঙর করা ছিল। রোববার সকালে টুকেরবাজার থেকে ছেড়ে যাওয়ার কথা। রাতে অতিবৃষ্টি ও বালু বোঝাইকালে সেচ মেশিন ব্যবহার না করায় সকালের দিকে নৌকা ডুবে যায়। এতে নৌকায় ঘুমিয়ে থাকা দুই শ্রমিক ডুবে মারা যায়।