মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, ফার্মেসি বন্ধ
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ৫:১১ অপরাহ্ণ
সুরমা নিউজ :
মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। পাশাপাশি একটি ফার্মেসিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার (৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজনগর উপজেলার টেংরাবাজারে অবস্থিত ‘কাকন ভেরাইটিজ স্টোর’কে এক হাজার টাকা ও কুলাউড়া রোডে অবস্থিত ‘জননী স্টোর’কে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন জানান, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠান দু’টিকে জরিমানা করা হয়েছে।
এছাড়া আইন লঙ্ঘনের দায়ে টেংরাবাজারে অবস্থিত ‘মেসার্স সবুজ মেডিকেল হল’ নামক একটি ফার্মেসিকে সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হয়েছে বলেও জানান আল-আমিন।