লন্ডনের কিংস কলেজ থেকে ডাক্তার হলেন সিলেটী ফুয়াদ
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ৩:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ :
লন্ডনে ডেন্টাল সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার হলেন সিলেটী ফুয়াদ আহমেদ। তার এ খবরে সিলেট সহ দেশ- বিদেশের সবার মাঝে যেন আনন্দের বন্যা বিরাজ করছে।
সম্প্রতি তিনি যুক্তরাজ্যস্থ লন্ডনের বিখ্যাত কিংস কলেজ হসপিটাল থেকে ‘ব্যাচেলর অফ ডেণ্টাল সার্জারীতে(BDS) ‘ সাফল্যের সাথে ডাক্তার হওয়ার গৌরব অর্জন করেছেন। দীর্ঘ ৫ বছরের সাধনার পর ইচ্ছা পূরণ হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, প্রায় ২৪ বছর আগে ফুয়াদের মা-বাবা লন্ডনে পাড়ি জমান এবং সেখানেই তার জন্ম ও বেড়ে উঠা।
এ প্রসঙ্গে সদ্য ডাক্তার হওয়া ফুয়াদ বলেন, আমি সত্যিই আনন্দিত, বিদেশের মাটিতে ডাক্তার হিসেবে নিজেকে উপস্থাপন করতে পেরেছি। এর থেকে গর্বের বিষয় কী হতে পারে। প্রথমত আমার বাবা-মাকে সহ পরিবারের সকলকে ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা ছাড়া কখনো ডাক্তার হতে পারতাম না।’
তিনি বলেন, ‘মানুষের ইচ্ছে আর চেষ্টা ঠিক থাকলে লক্ষ্যে পৌঁছানো সময়ের ব্যাপার। তার গ্রামের বাড়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কুশিয়ারা তীরবর্তী অঞ্চলের বুধবারীবাজার ইউনিয়নের বনগ্রামে।
তিনি লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগীও সমাজসেবক সেলিম উদ্দীন আহমেদ এর একমাত্র পুত্র। পুত্রের এহেন সাফল্যের জন্য তার পিতা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং সকলের কাছে ছেলের জন্য দোয়া কামনা করেন।