সুনামগঞ্জে হিন্দু প্রেমিকা নিয়ে মুসলিম ছেলে উধাও, জেলে প্রেমিকের মা
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ৯:০০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
প্রেম মানে না র্ধম, বর্ণ, জাত। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ধর্ম, সমাজ, পরিবার। তবে প্রেমকে সংসারে রূপ দিতে সব বাধা ডিঙিয়ে অজানা উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন দুই ধর্মের প্রেমিক-প্রেমিকা। এ ঘটনায় মেয়ের বাবার করা অপহরণ মামলায় জেলে গেছেন প্রেমিকের মা।
রোববার (২৩ জুন) সুনামগঞ্জের জগন্নাথপুরের পাইলগাঁও ইউপির দক্ষিণপাড়া গ্রামে থেকে মাকে আটক করা হয়। তাকে আদালতে হাজির করার পর বিচারক কারাগারে পাঠান।
স্থানীয় সূত্র জানায়, স্কুল পড়ুয়া হিন্দু ছাত্রীর সঙ্গে একই এলাকার যুবকের র্দীঘদিন ধরে প্রেম চলছিলো। ছেলে মুসলিম আর মেয়ে হিন্দু ধর্মের কারণে পরিবার ও সমাজ সর্ম্পক মেনে নেবে না। এমন শঙ্কায় ২২জুন রাতে সুখের সংসার গড়তে বাড়ি ছেড়ে অজানা উদ্দেশ্যে পাড়ি দেন প্রেমিক-প্রেমিকা।
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন জানান, স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত অপহরণকারীকে ধরতে অভিযান চলছে। প্রেম নাকি অপহরণ, ছেলে মেয়েকে আটকের পর জানা যাবে। তবে ছেলেকে সহযোগিতা করায় তার মাকে আটক করা হয়েছে। তিনি এখন কারাগারে আছেন।