মুন্সীবাজার দুর্গাবাড়ী পরিচালনা কমিটির সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ৮:৩৫ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার শ্রীশ্রী সার্বজনীন দুর্গাবাড়ী পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৫ জুলাই) বিকাল ৫ ঘটিকায় দুর্গাবাড়ী প্রাঙ্গনে পরিচালনা কমিটির সভাপতি দেবজ্যোতি ভট্রাচার্য্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিৃষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য সত্যেন্দ্র কুমার পাল নান্টু। সভার শুরুতে সম্পাদকীয় পাঠ করেন দুর্গাবাড়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পিযুষ কান্তি রায়। আলোচনায় অংশগ্রহণ করেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, ডা. শ্যাম সুন্দর গোস্বামী, ডা. মতিলাল পাল, গণেশ শীল, মাখন দাশ, গৌরাঙ্গ কুমার দাশ, বিকাশ চন্দ্র রায়, দিপক কান্তি রায়, স্বপন দেবনাথ প্রমুখ।
সম্মেলনের ১ম অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২য় কাউন্সিল অধিবেশনে নাম প্রস্তাবের মাধ্যমে গৌরাঙ্গ কুমার দাশকে সভাপতি ও বিপ্লব পালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি ঘোষনা করা হয়।