দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত গোয়াইনঘাটের রাণীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ৮:১৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত রয়েছে গোয়াইনঘাটের রাণীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে একটি মাত্র ভবনেই চলছে শিক্ষা কার্যক্রম। ফলে প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।এদিকে দীর্ঘদিন মাটি ভরাট না হওয়ায় সামান্য বৃষ্টিতে ডুবে যাচ্ছে বিদ্যালয় অঙ্গন। পানির জন্য বর্ষা মৌসুমে একাধিক অনির্ধারিত বন্ধ থাকে প্রতিষ্ঠানটি। এ নিয়ে ক্ষোভ রিবাজ করছে অভিভাবকদের মধ্যে।
নন্দিরগাঁও ইউপির রানীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদ আহমদ বলেন, ১৯৮৫ সালের বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এ বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত। বিদ্যালয়ের মাঠ ভরাট ও বিদ্যালয়ে জরুরী ভিত্তিতে নতুন একটি একাডেমিক ভবন নির্মাণ জরুরী। সালুটিকর থেকে রানীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১কিলোমিটার দূরত্বের রাস্তাটির মাত্র ২/৩শ’ গজ রাস্তা ভাঙা থাকায় শিক্ষার্থী ও শিক্ষক বিদ্যালয়ে যেতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা কমিটির কার্যকরী সদস্য শাহীন আহমদ সাবুল বলেন, রাণীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী রয়েছে। কিন্তু ভবন সংকটের কারণে তাদের পাঠদান ব্যহত হচ্ছে। অন্যদিকে বর্ষা এলেই পানির জন্য দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ রাখতে হয়। যা শিক্ষার্থীদের শিক্ষালাভের সুযোগ নষ্ট করছে। বিদ্যালয়ে মাটি ভরাট ও নতুন ভবন তৈরী করা জরুরী।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, প্রতিবছর পাহাড়ী ঢল ও ভারী বর্ষণে গোয়াইনঘাটের নিমাঞ্চল প্লাবিত হয়। রাণীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়সহ আরো একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায়। এ বিষয়ে আমরা উর্ধ্বতন মহলকে অবগত করেছি। এছাড়া রাণীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের ভবন সংকটসহ নানা সমস্যা দূরীকরণে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।