দক্ষিণ সুরমার ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ৬:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুহিবুর রহমান বলেছেন, নিজেকে টিকিয়ে রাখতে নয়, দেশ ও জাতির স্বার্থে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষিত জাতি ছাড়া আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই ব্যক্তি ও সমাজ জীবনে শিক্ষার ভূমিকা অপরিহার্য। এই শিক্ষা মানুষকে বিনয়ী করে তোলো। তিনি নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সুশিক্ষা অর্জনে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
তিনি গত বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আলীনগরস্থ ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিক আহমদ শফির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মোঃ ইলিয়াস আলী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ¦ আব্দুল আহাদ, লালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, প্রফেসর আব্দুর রব, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাসিত প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আব্দুল মালেক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর দেবনাথ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি