সিলেটে পুকুরে মিললো যুবকের লাশ, গলায় ছিদ্র!
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ৫:২১ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের গোলাপগঞ্জে পুকুর থেকে এক তরুনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার পৌর সদরের পূর্ব দাড়িপাতন গীর্দ্দ গ্রামের একটি পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত সুজন আহমদ (১৭) উপজেলার পৌর সদরের পূর্ব দাড়িপাতন গীর্দ্দ গ্রামের দিনমজুর হেলাল আহমদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুমা’র নামাজের পূর্বে সুজন গোসলের জন্য পুকুরে গেলে আর বাড়ি ফিরে আসেনি। পুকুর পাড়ে তার গোসলের কাপড় থাকলেও সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন শনিবার সকালে স্থানীয় এক ব্যক্তি পুকুরে লাশ ভাসতে দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে আসেন।
পরে থানা পুলিশকে অবহিত করা হলে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাৎক্ষনিকভাবে তার মৃত্যুর কারন জানা না গেলেও গলায় ছোট দুটি ছিদ্রের চিহ্ন থাকায় পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে সাপ এর কামড়ে সুজনের মৃত্যু হয়েছে।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।