তাহিরপুরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ৪:২০ অপরাহ্ণ
তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া বড়ছড়া শুল্কষ্টেশন সংলগ্ন একটি কয়লার ডিপোর অফিস থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম জহুর আলী (৫০)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বড়ছড়া শুল্কষ্টেশনের সোহেল এন্টারপ্রাইজের মালিক মো. জাহের আলীর কয়লা ডিপোতে নৈশ প্রহরী হিসেবে থাকতেন জহুর আলী। শুক্রবার সন্ধ্যায় জহুর আলীকে ডিপোতে রেখে মালিক বাসায় চলে যান।। শনিবার (আজ) সকাল সাড়ে ১১টার দিকে মালিক ডিপোতে এসে অফিস ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে জহুর আলীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি সোহেল এণ্টারপ্রাইজের কয়লা ডিপোর নৈশ প্রহরী ছিলেন। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর সবকিছু বুঝা যাবে।