শ্রীমঙ্গলে ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ২:০৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইয়াবাসহ উজ্জ্বল মিয়া (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার রসুলপুর কালিবাড়ী বাজার থেকে তাকে আটক করা হয়। সে শ্রীমঙ্গল উপজেলাধীন মন্দিরগাঁও গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র। এসময় তার কাছ থেকে ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল উজ্জ্বল মিয়াকে আটক করে।
পরবর্তীতে তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।