হবিগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ১:৪৮ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে ব্যার-৯। শুক্রবার রাত ৮টার দিকে মো. জয়নাল মিয়া (৩০) নামের ওই ব্যক্তিকে উপজেলার থানাধীন তেঘরিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে তেঘরিয়া (সিমেরগাঁও) গ্রামের মৃত আলাউদ্দিনের পুত্র।
গ্রেপ্তারকৃত জয়নাল গত ২৬/০৬/১৯ তারিখে চুনারুঘাট থানায় দায়েরকৃত ধর্ষণ মামলার (মামলা নং-২৬/১৪৬) একজন পলাতক আসামী।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানিয়েছেন, শুক্রবার (৫ জুন) রাত ৮ টায় এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার থানাধীন তেঘরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।