এবার সিলেটে দুই টাকায় ঈদের খাবার আনলো ‘দ্য হেল্পিং উইং’
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ১১:৩৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটের সুবিধা বঞ্চিতদের জন্য আবারো হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্য হেল্পিং উইং’। ঈদুল ফিতরের পর ঈদুল আযহা উপলক্ষেও এবার দুই টাকায় ঈদের খাবারের আয়োজন করে সংগঠনটি।
১৩ আগস্ট থেকে সিলেট নগরীর বিভিন্ন স্পটে দুই টাকায় ঈদের খাবার বিতরণ করবে দ্য হেল্পিং উইং’র সদস্যরা। খাবারের তালিকায় থাকবে গরুর মাংস বা মুরগি, চাল, ডাল, মশলা।
গত ঈদুল ফিতরে দুই টাকায় ইফতার ও দুই টাকায় ঈদবস্ত্র বিতরণ করেছিলো সংগঠনটি।
দ্য হেল্পিং উইং’র মুখপাত্র রবিউল হাসান চৌধুরী বলেন, সব ধর্মের মানুষের জন্য আমাদের এ আয়োজন। সবিধা বঞ্চিতদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সবাই আমাদের পাশে থাকবেন।