সিলেটে মহিলাসহ ওয়ারেন্টভুক্ত ৬ আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ১২:০৭ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে মহিলাসহ ৬জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। আটককৃত আসামীরা উপজেলার মোল্লাগ্রামের দুদু মিয়ার স্ত্রী জাবেদা বেগম(৪৫), পুত্র জুয়েল মিয়া (১৯), সোহেল মিয়া(২৩), একই এলাকার মৃত মাহবুবুর রহমান মানিকের পুত্র এনাম আহমদ (২৬), মৃত ইছাক আলীর পুত্র আব্দুল হান্নান (৫১) দুদু মিয়া(৫৫)। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।