গোলাপগঞ্জে এক মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ১২:০৫ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার পৌর এলাকার টিকরবাড়ীতে মাদক বিক্রয়কালে বাবুল আহমদকে আটক কওে পুলিশ তার কাছ থেকে ২০পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। সে ভাদেশ্বর পশ্চিমভাগ এলাকার আকমল আলীর পুত্র বাবুল আহমদ বাবলু (৩৫)।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-৫ তা, -০৪.০৭.১৯ তারিখে মামলা দায়ের করেছে। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।