কুলাউড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্যের মেয়াদ বাড়ানোর চেষ্টা, আদালতের জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৯, ৬:১২ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ফ্রেশের একাধিক প্যাকেটজাত মেয়াদোত্তীর্ণ পণ্যে মেয়াদ বাড়িয়ে সেগুলো আবার বাজারজাতের চেষ্টা করছেন ওই পণ্যের বিক্রয় প্রতিনিধিরা। এমন জালিয়াতির ঘটনাটি ধরা পড়ে পৌরশহরের উত্তরবাজারে ফ্রেশ পণ্যের ডিলার সাইফুদ্দিন এন্ড ব্রাদার্সে ।
বৃহস্পতিবার সকালের দিকে ডিলারের গুদামে বসে মেয়াদোত্তীর্ণ ফ্রেশ আটা, ময়দার প্যাকেটে মেয়াদ বাড়ানোর জন্য সীল মারতে থাকেন এসআর শরীফ উদ্দিন। এসময় স্থানীয় ব্যবসায়ী সোয়েব আহমদ ফ্রেশের এসআর শরীফ উদ্দিনকে সীল মারা অবস্থায় ধরে ফেলেন।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি সাদিউর রহিম জাদিদ ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ফ্রেশের পণ্য জব্দ করেন এবং প্রতিষ্ঠানের ডিলার ও সেলস রিপ্রেজেন্টেটিভকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জানা যায়, অধিক মুনাফার লোভে মেয়াদোত্তীর্ণ পণ্য নতুন করে মেয়াদ বাড়িয়ে বাজারজাত করে আসছেন ফ্রেশ পণ্যের ডিলার সাইফউদ্দিন এন্ড ব্রাদারস ও কোম্পানির মার্কেটিং দায়িত্বে থাকা এস আর (সেলস রিপ্রেজেন্টেটিভ) শরিফ উদ্দিন।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের উত্তরবাজারস্থ সাইফউদ্দিন এন্ড ব্রাদারসের গুদামে এস আর শরিফ উদ্দিন আটা, ময়দাসহ ফ্রেশের একাধিক মেয়াদোত্তীর্ণ পণ্যের তারিখ তুলে নতুন মেয়াদ বসানোর কাজ করছিলেন। এসময় স্থানীয় ব্যবসায়ী সোয়েব আহমদ মেয়াদোত্তীর্ণ পণ্যে নতুন তারিখ বসানোর ব্যাপারে শরীফের কাছে জানতে চান। শরীফ কোন উত্তর না দিয়ে সীল ও কালি নিয়ে সটকে পড়েন।
বিষয়টি চাউর হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি সাদিউর রহিম জাদিদ কুলাউড়া থানা পুলিশের একটি দল বেলা তিনটার দিকে সাইফউদ্দিন এন্ড ব্রাদারসে গিয়ে প্রায় ৬মণ আটা ও ময়দা জব্দ করে নষ্ট করে ফেলেন।