সিলেট থেকে চুরি যাওয়া মোটরসাইকেল সুনামগঞ্জ থেকে উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৯, ৪:৪৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর কাষ্টঘর এলাকা থেকে এক চিহ্নিত মোটর সাইকেল চোরকে আটক করেছে কতোয়ালী থানা পুলিশ। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজার থেকে চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটককৃত মোটর সাইকেল চোর সুনামগঞ্জ শহরের তেঘরিয়ার মৃত টিপু মিয়ার পুত্র আলী আকবর তপু মিয়া (২২), বর্তমানে নগরীর লালদিঘীরপাড়ের বাসিন্দা।
গত ১ জুলাই নগরীর জামতলাস্থ সপ্তদীপা ৯ নম্বর বাসার গ্রিল কেটে সুজুকি ১৫০ সিসি মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মোটর সাইকেলটির দাম ২ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় মোটর সাইকেলের মালিক মৃত শশী মোহন পৈত্যের পুত্র আশীষ কুমার পৈত্য বাদী হয়ে কতোয়ালী থানায় ৪ নং মামলা দায়ের করেন।
এ প্রেক্ষিতে তদন্তে নেমে পুলিশগত বুধবার কাষ্টঘর প্রবেশ মুখে অভিযান চালিয়ে আলী আকবর তপু মিয়াকে আটক করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চোরাই মোটর সাইকেল উদ্ধার হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তি একজন চিহ্নিত মোটর সাইকেল চোর। তার বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জে ৬-৭টি মামলা রয়েছে।