ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি চাপায় নারী নিহত
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৯, ৪:৪০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৩২) এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (০৫ জুলাই) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, দুপুরে আন্দিউড়া ব্রিজে অজ্ঞাত একটি গাড়ি ওই নারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।