সুনামগঞ্জে অগ্নিকান্ডে ১৫দোকান পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৯, ৪:১০ অপরাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ সদর উপজেলার লিলপুর বাজারের জামে মসজিদ মার্কেটে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। পুড়ে গেছে ১৫টি দোকান। বৃহস্পতিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে আ গুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।
প্রতক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে বাজারে আ গুনে সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই প্রায় ১৫টি দোকানের ৫০লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি তদন্ত আব্দু্ল্লাহ আল মামুন বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক নিশ্চিত হওয়া যায়নি।