বিয়ানীবাজারে পরিকল্পনা মন্ত্রী: আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৯, ২:৫২ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সকল ধর্মের প্রতি সমান গুরুত্ব দিয়ে সরকার দেশের উন্নয়ন করে যাচ্ছে।
পরিকল্পনা মন্ত্রী মান্নান গতকাল বৃহস্পতিবার বিয়ানীবাজারে শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সভদ্রা দেবীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বাসুদেব প্রাঙ্গণে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন ।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সৃষ্টিকর্তা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান সকলের জন্য সমান। তিনি কারো প্রতি বৈষম্য করেননা। আমাদেরকেও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী হতে হবে।cশ্রীবাস অঙ্গনের শ্রী শ্রী লক্ষীনারায়ণ পঞ্চতত্ত্ব শিব মন্দিরের সংস্কার ও উন্নয়ন কাজ প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী বলেন, মন্দিরের সংস্কার কাজে সরকারের সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
শ্রীবাস অঙ্গনের অধ্যক্ষ সিদ্ধ দাস গৌর ব্রহ্মচারীর সভাপতিত্বে এবং পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌর মেয়র মো. আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক বিপুল চন্দ্র সরকার, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শংকর, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ পুরকায়স্থ, ইসকন সদস্য নারায়ণ দাস চৌধুরী প্রমুখ।
শুরুতে গীতা পাঠ করেন ইসকন সদস্য দীনবন্ধু বলাই সাদাধিকারী। এসময় ইসকনের পক্ষ থেকে পরিকল্পনা মন্ত্রীকে মানপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি ও শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সভদ্রা দেবীর রথ যাত্রার উদ্বোধন করেন।
এদিকে, পরে পৌরশহরের সুপাতলাস্থ বাসুদেব প্রাঙ্গণস্থ মন্দির পরিদর্শন ও রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান।
এসময় বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ও বাসুদেব দেবালয়ের সভাপতি অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর মেয়র মো. আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, বিয়ানীবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জামাল হোসেন, বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক বিপুল চন্দ্র সরকার, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শংকর, পল্লীবিদ্যুৎ বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম অভিলাশ চন্দ্র পাল প্রমুখ।