সিলেট নগরীতে ট্রেড লাইসেন্সের জন্য হচ্ছে আলাদা বুথ
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৯, ১২:১৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচনকে সামনে রেখে ট্রেড লাইসেন্সের জন্য আলাদা কাউন্টার চালু করছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। পাশাপাশি, আগামী ২১ সেপ্টেম্বর সিলেট চেম্বারের নির্বাচনকে সামনে রেখে এর সদস্যদের ২২ জুলাইয়ের মধ্যে ট্রেড লাইসেন্স ও চেম্বারের সদস্যপদ নবায়ন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক আসাদ উদ্দিন আহমেদের নেতৃত্বে চেম্বার নেতারা নগর ভবনে যান। এসময় তিনি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এ ব্যাপারে সহযোগিতা কামনা করেন।
এসময় দ্রুততম সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করে দেওয়ার জন্য সিসিকে আলাদা একটি কাউন্টার স্থাপনের আশ্বাস দেন সিটি মেয়র। তিনি বলেন, ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন সিলেট চেম্বার অব কমার্স। এ সংগঠনের নির্বাচনে সিসিক থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর পরিচালক ও সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদসহ সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তারা।