মৌলভীবাজারে বাল্যবিয়ে থেকে শামীমাকে বাঁচালেন ইউএনও
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৯, ১১:০১ অপরাহ্ণ
সুরমা নিউজ :
মৌলভীবাজারের কমলগঞ্জে বৃহস্পতিবার দুপুরে বাল্যবিয়ের অভিশাপ থেকে এক স্কুলছাত্রীকে রক্ষা করলেন ইউএনও আশেকুল হক।
উপজেলার মুন্সীবাজার ইউপির সুরানন্দপুরের আলমাস মিয়ার মেয়ে শামীমা আক্তার। রাজনগরের জোবায়ের আলীর সঙ্গে বৃহস্পতিবার তার বিয়ের আয়োজন করা হচ্ছিলো। খবর পেয়ে বিয়ে বন্ধে হস্তক্ষেপ করেন ইউএনও। তার নির্দেশেই বিয়ে বন্ধ করে দেন সহকারী ভূমি কমিশনার নাসরীন চৌধুরী।
ইউএনও আশেকুল হক বলেন, মেয়েটির বয়স ১৪ বছর। নকল জন্ম নিবন্ধন সনদ তৈরি করে তার বিয়ে দেয়া হচ্ছিলো। তাই বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। তার পড়াশোনা আবার শুরু করার ব্যবস্থা করা হবে।
মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আবদুল মোতালিব তরফদার জানান, তিনি শামীমাকে কোন জন্ম নিবন্ধন সনদ দেননি। ভুয়া সনদে তাকে বিয়ে দেয়া হচ্ছিলো। প্রশাসন হস্তক্ষেপ করায় বরপক্ষও আসেনি।