শিক্ষা সামগ্রী বিতরণ করলো রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটন
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৯, ৫:৫০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
৩২৮২ এর সদ্য দায়িত্ব প্রাপ্ত ডিস্টিক্ট গভর্ণর লে.কর্ণেল (অবঃ) এম আতাউর রহমান পীর বলেছেন, রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটন বরাবরের মত এবারও মানবতা তথা সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় এতিম শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান সত্যিই প্রশংসার যোগ্য। রোটারী ক্লাব সিলেট কসমোপলিটন তাদের কার্যক্রমের মাধ্যমে এই ডিষ্ট্রিক্ট মডেল ক্লাব হিসেবে পরিচিত লাভ করেছে। মানব সেবায় অনুপ্রাণিত হয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে।
তিনি আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর চোকিদেখিস্থ সূর্যোদয় এতিম স্কুলে রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটনের উদ্যোগে রোটাবর্ষ ২০১৯-২০ এর প্রথম প্রজেক্ট এর শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মামুন রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এ্যাসিস্টেট্যান্ট গভর্ণর রোটারিয়ান পিপি ইফতিয়াক হোসেন মঞ্জু, গার্ডেন সিটির এজাইন এসিস্টেন্ট গভর্ণর হানিফ মোহাম্মদ, রোটারিয়ান পিপি এম সাহেদ হোসাইন,রোটারিয়ান গুলজার আহমদ, রোটারিয়ান পিপি কফিল আহমদ বাবলু, রোটারিয়ান এস এম বুরহান উদ্দিন, রোটারিয়ান ফাতেমা খানম,রোটারিয়ান নাজমুল ইসলাম,এ কে কামাল আহমদ, মোৗলানা শহিদুল ইসলাম,আফজাল হোসেন,ফয়সল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি