বালাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৯, ৪:২৭ অপরাহ্ণ
বালাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা বুধবার বিকেলে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে ইউএনও মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ( অঃদাঃ) নির্মল চন্দ্র বনিকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা রিপন আহমদ, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, সাচনার বালাগঞ্জ উপজেলা প্রজেক্ট কোডিনেটর মোঃ এমদাদুল হক, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সহ সভাপতি হুসাইন আহমদ, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, মৎস্য চাষী অমল দাস আপন, মৎস্য অফিসের সহকারী শামসুল ইসলাম ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাসহ সুধীজন।
সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচীর গৃহিত হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ১৭ জুলাই মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময়, উপজেলা জুড়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা। ১৮ জুলাই ব্যানার ফেস্টুন সহযোগে শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠান। মৎস্য চাষ সম্প্রসারণ ও সংরক্ষনে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে মৎস্যচাষী, মৎস্যজীবি, মৎস্য ব্যবসায়ী, বিক্রেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এনজিও এবং সম্প্রসারণ কর্মীদের অংশ গ্রহনে আলোচনা সভা। জনপ্রতিনিধি ও অতিথিদের নিয়ে মাছের পোনা অবমুক্ত করণ। ১৯ জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন। ২০ জুলাই ফরমালিন বিরোধী অভিযান ও হাটবাজার পরিদর্শন ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোট পরিচালনা। ২১ জুলাই স্কুল কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা, বিতর্ক প্রতিযোগিতা ও প্রামান্যচিত্র প্রদর্শন। ২২ জুলাই হাটবাজার ও জনবহুল স্থানে মৎস্যচাষ বিষয়ক উদ্বুদ্বকরণ সভা ও ভিডিও প্রামান্যচিত্র প্রদর্শন। ২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর মুল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
এদিকে গত ২ জুলাই উপজেলা সদরে করচা বিলে প্রধান অতিথি থেকে ১ লাখ পোনা অবমুক্ত করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া রেদোয়ান, মৎস্য অফিসের সহকারী শামসুল ইসলাম ও বৈশাখী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোঃ সমুজ মিয়া।