সিলেটে রিক্সা ও ঠেলাগাড়ি চালকদের মধ্যে আমব্রেলা’র ক্যাপছাতা বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৯, ২:৩৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের জন্য চিরচেনা বৃষ্টির দেখা মিলছে না সেইভাবে। অসহ্য গরমে জনজীবন প্রায় অতিষ্ট। বিশেষ করে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষের কষ্ট একটু বেশিই হচ্ছে। আর এইসব ঠেলাগাড়ি ও রিকশা চালকদের অসহ্য গরম থেকে কিছুটা শান্তির ছোয়া দিতে স্বেচ্ছাসেবী সংগঠন আমব্রেলা তাদের ধারাবাহিক কার্যক্রম হিসেবে দ্বিতীয় বারের মতো নগরীর জিন্দাবাজারের বিভিন্ন জায়গায় ক্যাপছাতা বিতরণ করলো।
প্রাথমিকভাবে সংগঠনটির সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নগরীর বিভিন্ন জায়গায় ক্যাপছাতা বিতরণ শুরু করলেও বর্তমানে বিভিন্ন দানশীল মানুষের সহযোগিতায় তারা তাদের ব্যতিক্রমধর্মী এই ক্যাপছাতা বিতরণ কর্মসূচী অব্যাহত রেখেছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, অসহ্য গরমে খোলা আকাশের নিচে কাজকরা শ্রমিক বিশেষ করে রিকশা ও ঠেলাগাড়ি চালকদের একটু প্রশান্তির ছায়া বা মানবতার ছায়া স্বরূপ এই ক্যাপছাতা বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
তারা বলেন, সমাজের অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করার তাগিদে গড়ে তুলা হয়েছে ‘শেড অব হিউম্যানিটি’ স্লোগান দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “আমব্রেলা”। সমাজের দানশীল মানুষ’রা তাদের উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বলে তাদের বিশ্বাস।
নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে বৃদ্ধ রিকশা ও ঠেলাগাড়ি চালকদের মধ্যে তারা তাদের এই ক্যাপছাতা বিতরণ কর্মসূচী পরিচালনা করে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী’রা। যেকোনো সাহায্য প্রদানে বা প্রয়োজনে সংগঠনটির সাথে যোগাযোগ করতে পারেন তাদের অফিশিয়াল নাম্বারে +৮৮০১৩০৬৯৫৬০৩১।-বিজ্ঞপ্তি