সিলেট নগরীর বিভিন্ন অঞ্চল থেকে গণফোরামের যোগদান
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৯, ১০:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
গণফোরাম সিলেটের উদ্যোগে এক যোগদান অনুষ্ঠান আজ ৩ জুলাই বুধবার সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়।
প্রবীন আইনজীবী, বিশিষ্ট কবি, লেখক ও গীতকার এডভোকেট এমদাদুল হক এর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আনসার খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি গণফোরামে যোগদানকারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি উদার নৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ও উদারনৈতিক মানবিক সমাজ গঠনে গণফোরামের অঙ্গীকার বাস্তবায়নে আপনাদের অংশ গ্রহণ ও ভূমিকা অন্যান্য হয়ে থাকবো। আজ দেশবাসীর নিকট স্পষ্ট গোটা দেশ আজ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। দিনে-দুপুরে কুপিয়ে মানুষ হত্যা করা হচ্ছে, মানুষের নিরাপত্তা আজ হুমকির মধ্যে আছে, আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতির কারণে।
তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট হয়ে যাচ্ছে। অন্যদিকে দেশে নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। এরূপ অবস্থায় মানুষের কল্যাণ চিন্তা না করে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে- এ যেন মরার ওপর খাড়ার ঘা। মানুষ এ দুর্বিসহ যন্ত্রণা থেকে মুক্তি চায়- মানুষজনকে এ দুর্বিসহ অবস্থা থেকে উদ্ধারে লক্ষ্যে গণফেরাম সংগ্রাম করে যাচ্ছে। আপনারা নিজ নিজ এলাকায় গণফোরামকে শক্তিশালী করবেন এই আশা করছি।
শিক্ষানবীশ এডভোকেট এমদাদুল হক শামীমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডভোকেট কানাইল লাল দাশ, ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাশ, আনিছুর রহমান, সাবেক ছাত্রনেতা মোঃ নজরুল ইসলাম আজাদ, আবু জাফর শিহাব, মোঃ আশরাফ হোসেন, জাকির হোসেন, আবুল হোসেন প্রমুখ।
সিলেট নগরীর বিভিন্ন অঞ্চল থেকে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য নেতাকর্মীরা হচ্ছেন- মোঃ জিলানী হোসেন, মোঃ জহুর আলী জাফর, মোঃ জুয়েল আহমদ, রেজা আনছার, মোঃ মিছবাহ উদ্দিন সহ অর্ধশতাধিক যুবক গণফোরামের সদস্য ফর্ম পূরণ করে আনুষ্ঠানিক ভাবে গণফোরামে যোগদান করেন।
যোগদানকারী সকলকে গণফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আনসার খান।