শ্রীমঙ্গলে রোহিঙ্গা সন্দেহে যুবক আটক
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৯, ৬:১২ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোহিঙ্গা সন্দেহে এক রফিক নামে এক যুবকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় ভানুগাছ রোডস্থ নাসির টি হাউস থেকে সাহায্য নিতে এলে সন্দেহভাজন ওই যুবককে আটকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়। তার নাম মোঃ রফিক বলে সে জানিয়েছে।
নাসির টি হাউসের পরিচালক জাহিদ আহমেদ জানান, আমরা কয়েকজন দোকানে ছিলাম। হটাৎ করে যুবকটি সাহায্যের জন্য এলে আমরা তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে সে সঠিকভাবে কিছু বলতে পারেনি। তার কথাবার্তায় তাকে রোহিঙ্গা বলে সন্দেহ হলে আমরা সাংবাদিক ও পুলিশকে খবর দেই।
শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত সোহেল রানা জানান, উক্ত যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি। তার ভাষা আমরা কেউ বুঝি না, আমাদের ভাষাও সে বুঝতে পারছে না। এখনো কিছু বলা যাচ্ছে না। আমরা রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগের চেষ্টা করছি।