মালয়েশিয়ায় বাংলাদেশির গলাকাটা লাশ
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৯, ৫:৪৭ অপরাহ্ণ
মালয়েশিয়া সংবাদদাতা:
মালয়েশিয়ায় মোঃ মোমরাগ খাঁন (৩৯) নামে এক প্রবাসী বাংলাদেশীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এসময় নিহতের পকেট থেকে মালয় ১৫ রিঙ্গিত (৩০০ টাকা) এবং একটি ২৩ সেন্টিমিটারের ছুরি গাড়ির ভেতরে পাওয়া যায়। তবে ওই বাংলাদেশীর বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।
কেলান্তান পুলিশ প্রধান মোহাম্মদ তাওফীক মাইডিন সংবাদ মাধ্যমকে জানান, ১ জুলাই সোমবার জালান গুয়া মুসাং লোজিং এর মেইন রোডের পাশে একটি গাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় গাড়ির সিটে বসে আছে দেখে স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে দিকে জনসাধারণ পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে গাড়ির মধ্য থেকে ওই বাংলাদেশিকে উদ্ধার করে গুয়া মুসাং হাসপাতাল পাঠায়। এসময় কর্তব্যরত চিকিৎসক জানায় অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় পুলিশ ৩০২ ধারায় হত্যাকাণ্ডটি তদন্ত করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে গুয়া মুসাং হাসপাতালে রাখা হয়েছে।