ঝুঁকিপূর্ণ লাইনের কারণেই কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা : তদন্ত কমিটির রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৯, ৫:৫৮ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
দীর্ঘদিন সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ রেললাইনের কারণেই ২৩ জুন মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকায় উপবন এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে। ওই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু এবং শতাধিক লোক আহত হয়েছে।
দুর্ঘটনার পর গঠিত দুটি তদন্ত কমিটির মধ্যে গত সোমবার জমা দেয়া একটি রিপোর্টে ঝুঁকিপূর্ণ রেললাইনের কথা উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রেললাইনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। আর এ কারণেই মূলত দুর্ঘটনাটি ঘটেছে। এতে মৌলভীবাজার-কুলাউড়া সেকশনের উপ-সহকারী প্রকৌশলী জুলহাস আহমদ এবং এ সেকশনের গ্যাং ইনচার্জ সাইফুল আলমকে এজন্য দায়ী করা হয়েছে। এছাড়া দ্রুততম সময়ে আখাউড়া- সিলেট রেলপথ মেরামত করা না হলে আবারও বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা ব্যক্ত করা হয়েছে উক্ত রিপোর্টে।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মিজানুর রহমানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি গত সোমবার রেলওয়ে মহা পরিচালক কাজী মো. রফিকুল আলমের কাছে সোমবার রিপোর্টটি জমা দিয়েছেন বলে রেলের একটি সূত্র জানায়। দুর্ঘটনার ৯ দিন অতিবাহিত হলেও অন্য কমিটি তাদের রিপোর্ট এখনো জমা করেনি।