সিলেট বেতার কেন্দ্র বৃক্ষশূন্য, প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৯, ৫:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
অনিয়মের মাধ্যমে ১৪৩টি গাছ কেটে সিলেট বেতার কেন্দ্রকে বৃক্ষশূন্য করার ঘটনায় দোষীদের বিরুদ্ধে অবিলম্বে মামলা দায়ের ও দৃষ্টান্তমূলক শাস্তির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা।
বুধবার (৩জুলাই) সকাল সাড়ে ১১টায় নগরীর মীরের ময়দানস্থ বেতার সিলেট কেন্দ্রের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাপা সিলেটের সহ সভাপতি জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম।
আরো উপস্থিত ছিলেন- স্যামবাদী দলের পলিট ব্যুরো প্রধান ধীরেন সিংহ, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবির, দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, সারি নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদি, দেবব্রত চৌধুরী লিটন, অরুপ বাউলসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।