সিলেটে জেলা প্রশাসক বরাবরে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৯, ৫:২২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রিয় কমিটির উদ্যোগে ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এর বরাবরে ৩ জুলাই (বুধবার) দুপুরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের ই-শাখার কর্মকর্তা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, সহ সভাপতি নাছির মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ এহসানুল হক তাহের, উপদেষ্টা ইদ্রিস মিয়া, সাংগঠনিক সম্পাদক যাদু শিল্পি মোঃ বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ মাসুদ আহমদ, প্রচার সম্পাদক আমান তাহমীদ, আন্তঃ বিষয়ক সম্পাদক কাজী মোশাররফ রাশেদ, রুমা চৌধুরী, তাহমীদ আহমদ চৌধরী, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী, প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, দপ্তর সম্পাদক এবাদ উল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্রজ্যোতি পাল জীবন, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সৌরভ পাল প্রমুখ।
৪ দফা দাবী সম্বলিত স্মারকলিপিতে বলা হয়েছে, সকল প্রবাসীদেরকে স্ব স্ব দেশে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন/ দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র প্রদান, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করণ এবং নির্বাচনের সময় প্রবাসে থেকেও যাতে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার নিশ্চয়তা বিধান করতে হবে। প্রতি বছর ৩০ ডিসেম্বর তারিখে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ এন.আর.বি দিবস হিসাবে পালন করে। এই দিনকে জাতীয় ভাবে পালনের দাবী জানান।
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল প্রবাসীরা আর্থিক, মানবিক, শারিরীক ও নৈতিক সহযোগিতা করে দেশকে স্বাধীন করেছেন, তাদেরকে যথাযথ তদন্তের মাধ্যমে খুঁজে বের করে মুক্তিযোদ্ধা সনদ প্রদান করা এবং মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি প্রদান কারার জোর দাবী জানানো হয়েছে। -বিজ্ঞপ্তি