গোলাপগঞ্জের উপনির্বাচনে সদস্য প্রার্থীদের মনোনয়ন বৈধ
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০১৯, ৮:২১ অপরাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন কমিশন। মঙ্গলবার (২ জুলাই) মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তার আফিসে এ ঘোষণা দেওয়া হয়। নির্বাচনী তফশিল অনুসারে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩ জুলাই এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ জুলাই ।
মনোনয়ন বৈধ হয়েছে ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুল খালিক, সদ্য প্রয়াত ইউপি সদস্য আমান উদ্দিনের ছোট ভাই সাইদুল ইসলাম ও সুহেল আহমদ।
উল্লেখ্য,গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য আমান উদ্দিন ১১ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ২৮ জানুয়ারী সম্প্রতি সদস্য পদটি শূন্য পদ হিসেবে ঘোষণা করা হয়েছিল।