গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০১৯, ৫:৪২ অপরাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে দলীয় কার্য্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে দলীয় নেতৃকর্মীরা।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান। সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য নজির হোসেন, সহ সভাপতি আ.ত.ম মিসবাহ, নাদের আহমদ, আবুল কালাম, যুগ্ম সম্পাদক নুর হোসেন, সুয়েব আহমদ, জুনাব আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল্লাহ হাসান জুনেদ।
জেলা যুব দলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসু জামান, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক এ কে সোহাগসহ জেলা বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।