জগন্নাথপুরে ফেসবুকে ছবি আপলোড করাকে কেন্দ্র করে সংঘর্ষ
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০১৯, ৪:০২ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি আপলোড করাকে কেন্দ্র করে জগন্নাথপুর দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নারিকেলতলা গ্রামের সিরাজ মিয়ার ছেলে সাব্বির মিয়া একই এলাকার লেবুর মিয়ার মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে। এ বিষয়টি রোববার রাতে মেয়ের পরিবারের লোকজন জানতে পারে। আজ সোমবার লেবু মিয়া সাব্বিরের ভাই লিটনকে বিষয়টি জানালে এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এতে দু’পক্ষের ১৫জন আহত হন। আহতরা হলেন সিরাজ মিয়া, লেবু মিয়া, আখকাছ মিয়া, সাব্বির মিয়া, লিটন মিয়া, ছবির মিয়া, সুজন মিয়া, আক্কাছ আলী, মালকাছ আলী, গোলাপ আলী ও চানু মিয়া। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম বলেন, ফেসবুকে একটি মেয়ের ছবি আপলোড করা নিয়ে লেবু মিয়া ও সিরাজ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।