মৌলভীবাজারে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ!
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০১৯, ৩:৩০ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জগন্নাথপুর এলাকা থেকে দেলোয়ার মিয়া (৪০) নামে এক যুবকের ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২জুলাই) সকালে জগন্নাথপুর এলাকা থেকে গাছের সাথে গামছা দিয়ে ঝুলানো লাশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
দেলোয়ার মিয়া মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকার মৃত লুকুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠার পর তার পরিবারের লোকজন বাড়ির পার্শ্বে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। পরে পরিবারের লোকজন থানায় খবর দেয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগির হোসেন জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।