সিলেট নগরীতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সভা, ১০টাকার বেশী ভাড়া না দেওয়ার আহবান
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০১৯, ২:৩৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর বন্দরবাজার রংমহল পয়েন্ট হতে কুশিঘাট পর্যন্ত সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে সোমবার (১ জুলাই) রাত ৯টায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বৃহত্তম কুশিঘাট, বুরহানাবাদ, মেন্দিবাগ, সাদিপুর, নয়াগাও, সাদাটিকর, পুর্ব সাদাটিকর, টুলটিকর, সোনাপুর সহ বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তি ও তরুণ সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিশ্র“তি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. আবুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাদাটিকরের বিশিষ্ট মুরব্বি আফাক কবির তালুকদার, মাসুম আহমদ, জয়নাল আবেদীন, আব্দুল জব্বার পাপ্পু, আসলাম আহমদ, ইমতিয়াজ রহমান ইনু, সওদাগর আহমদ, আব্দুস সালাম, জামিল আহমদ, ফরহাদ আহমদ, আব্দুল করিম, মইনুদ্দিন, মোশাররফ হোসেন, হাবিবুর রহমান, আতিকুল, মঞ্জু, মো. ময়নুল ইসলাম জুয়েল, আজিজুর রহমান, দিপু আহমদ, মতিন হোসেন, হানিফ, জাবুল, জুম্মান আহমদ প্রমুখ।
উক্ত সভায় সিদ্ধান্ত হয়- কুশিঘাট থেকে বন্দরবাজার রংমহল টাওয়ার পর্যন্ত ১০টাকার বেশী যেন কোন যাত্রী ভাড়া না দেন এবং আগামী শুক্রবার পর্যন্ত উক্ত সিদ্ধান্ত বলবৎ থাকবে। শুক্রবারে রাত ৯টায় বুরহান উদ্দিন মাজার প্রাঙ্গণ মাঠে সিএনজি চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে এলাকাবাসীর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সিদ্ধান্ত অনুযায়ী সিএনজি ভাড়া নির্ধারণ করা হবে। তাই এ সভায় বৃহত্তম এলাকার সবাইকে উপস্থিত থাকার আহ্বান করা হয়েছে।