রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ-এর ঈদ পুনর্মিলনী ও বনভোজন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০১৯, ২:০১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বিপুল উৎসাহ উদ্দীপনা এবং প্রচুর সংখ্যক রাজনগরবাসীর উপস্থিতিতে নিউ ইয়র্কের স্হানীয় একটি পার্কে রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউ,এস,এ ইনক ” এর ঈদ পুনর্মিলনী ও বনভোজন সম্পন্ন হয়েছে।
বনভোজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নিউইয়র্কের স্বনামধন্য সংগঠন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর সভাপতি আব্দুল হাসিম হাসনু,সহ-সভাপতি লুকমান হোসেন লুকু, জালালাবাদ এসোসিয়েশন এর সন্মানিত সভাপতি বদরুল খাঁন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন এর সন্মানিত সভাপতি ফজলু রহমান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সম্মানিত সাধারন সম্পাদক সৈয়দ মামুন,শ্রীমংগল এসোসিয়েশন এর সন্মানিত সভাপতি মামুনুর রশীদ শিপু, সাধারণ সম্পাদক মোস্তাক এলাহি চমন, বাংলাদেশ আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউ, এস,এ,ইনক এর সম্মানিত সভাপতি সিরাজুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক হারুন আলী সহ আরো অনেকে। সার্বিক অনুষ্ঠানের তদারকিতে ছিলেন রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউ এস,এ ইনক এর ঈদ পুনর্মিলনী ও বনভোজন কমিটির আহবায়ক জগলু তরফদার, যুগ্ম আহবায়ক নুরে আলম জিকু,সদস্য সচিব -সোহেল আহমেদ যুগ্ম সদস্য সচিব শাহাদাত আলী ,মুজিবুর রহমান রেনু সমন্বয়কারী- শাহ রকিব আলী,মোহাম্মদ আকলু মিয়া,মোহাম্মদ আব্দুর রহিম লেবু মিয়া,মোহাম্মদ মাসুক মিয়া,ফয়েজ মিয়া মাস্টার,মোহাম্মদ মানিক মিয়া,মোহাম্মদ মকলিসুর রহমান মাস্টার,নুরুল ইসলাম (ইংরেজ মিয়া),সমসু মিয়া তালুকদার,আরজান খান। অর্থ সচিব – মোহাম্মদ শাহজাহান আলী, যুগ্ম অর্থ সচিব – মেহেদী হাসান সাজু। প্রচার ও গণসংযোগ সম্পাদক -রাহেল হোসেন, যুগ্ম গণসংযোগ সম্পাদক – রাবেয়া বখত। সার্বিক তত্বাবধানে-রফিক উদ্দিন চৌধুরী রানা, অধ্যাপক মুজিবুর রহমান, সৈয়দ বসারত আলী,, আব্দুর রহিম বাদশা, গফফার চৌধুরী খসরু। সদস্য কানু দেব, ইমরান আলী,জিয়াউর রহমান জিতু,মামুনুর রশিদ,রুহুল আমিন,রেদোয়ান আহমেদ প্রমুখ।