শিক্ষার্থীদের কলেজ জীবন একটি নতুন অধ্যায়ের সূচনা : প্রফেসর হারুনুর রশীদ
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৯, ১১:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেট অ লের পরিচালক প্রফেসর হারুনুর রশীদ বলেছেন, শিক্ষার্থীদের কলেজ জীবন একটি নতুন অধ্যায়ের সূচনা। শিক্ষায় নিজেকে প্রতিষ্ঠিত করতে কলেজ জীবনের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন জীবন প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার বিকল্প নেই। তাই সময় নষ্ট না করে শিক্ষার্থীর পড়া-লেখায় মনোনিবেশের আহবান জানান। লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ যারা প্রতিষ্ঠা করেছেন তাদের এই মহতি উদ্যোগের জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, নারী শিক্ষা প্রসারে পল্লী অ লের শিক্ষার্থীর সুযোগ করে দিয়েছে এই কলেজ। দিন দিন নারী শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে অত্র অ লে সকল ছাত্রীরা উচ্চ শিক্ষা শিক্ষত হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, এক/দু’জন শিক্ষকদের অপকর্মের জন্য গোটা শিক্ষক সমাজকে লজ্জিত হতে হবে। তাই জ্ঞানের গুরু হিসেবে সকল শিক্ষকবৃন্দ সচেতন থাকার আহবান জানান।
তিনি ১ জুলাই সোমবার সকালে দক্ষিণ সুরমার নৈখাইস্থ লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খানের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারিমন সুলতানার স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও বিএমএ’র সাবেক সহ সভাপতি ডাঃ শামীমুর রহমান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেট অ লের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী, সিলেট জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ইছন। বক্তব্য রাখেন গভর্নিং বডির বিদ্যোৎসাহি সদস্য হাজী বাবুল মিয়া, অভিভাবক সদস্য সিরাজুল ইসলাম, দাতা সদস্য জুলহু মিয়া চৌধুরী, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তপতী রায়। শিক্ষার্থীদের মধ্যে ২য় বর্ষের ছাত্রী শেখ মাসরুহা নাহিন মীম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য আব্দুল হাই খসরু, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল, কলেজের সহকারী অধ্যাপক মিজানুর কবির, ফখরুল ওয়াহেদ চৌধুরী, বিশ^জিত দেব, সুহেনাজ তাজগেরা, মোঃ আবু হানিফ, শেখ মোঃ আব্দুর রশিদ, রোকেয়া বেগম, শক্তি রাণী সরকার, নন্দ কিশোর রায়, প্রভাষক এম.এ মালেক, রুমমান উদ্দিন, ফারজানা ইয়াসমিন, রিক্তা রাণী সরকার, আয়েশা আক্তার, জেনি বেগম, নাছরিন আরা নার্গিস, বিকাশ চন্দ, আব্দুল্লাহ আল মাবরুর, আছমাউল হুসনা, শাহানাজ বেগম, সোহেল আহমদ, বিপিএড মাহবুবা খানম চৌধুরী, প্রদর্শক মোঃ সাদেকুল ইসলাম, সহকারী গ্রন্থাগারিক শিরিন সুলতানা প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মোছাঃ বুশরা বেগম, গীতা পাঠ করে শিক্ষার্থী সরস্বতী রায়।