সিলেটে হিজবুত তাহরির সক্রিয় সদস্য গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৯, ৯:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর চৌহাট্টা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরির এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়েল আহম্মদ (২৬) নামে ওই হিজবুত সদস্যের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী মডেল থানায় তিনটি, বিমানবন্দর থানায় একটি এবং বিয়ানীবাজার থানায় একটি মামলা রয়েছে।
সোমবার (১ জুলাই) দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের প্রধান ফটকের সামনে থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। জুয়েল সিলেটের বিয়ানীবাজারের শ্রীধরা গ্রামের বাসিন্দা হলেও নগরীর শাহজালাল উপশহর এলাকায় থাকতো।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, ‘‘এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিল জুয়েল। পরে জামিন নিয়ে মুক্তি পায়। সর্বশেষ কোতোয়ালী থানার একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’’